Print Date & Time : 11 May 2025 Sunday 9:33 pm

কুষ্টিয়ার মিরপুরে ‘জিসপ’ এর আহবায়ক কমিটি গঠন

এম আনোয়ার হোসেন নিশি: জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) মিরপুর উপজেলা শাখার উদ্দ্যোগে আলোচনা সভা শেষে ১৪ ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন হয়েছে।

সভা ১৫ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার সকাল ১০ টার সময় মিরপুর পাইলট উচ্চ বিদ্যলয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মিরপুর উপজেলা কমিটির আহবায়ক ডাঃ মোঃ বাবুল হকের সভাপতিত্বে ও মিরপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান রুকুর উপস্থাপনায় পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ)এর কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন।
কমিটি গঠন ও আলোচনা সভার সভাপতি ডাঃ বাবুল হক স্বাগত বক্তব্যে তিনি বলেন আজ নেতৃবৃন্দের উপস্থিতিতে পৌরসভাসহ ১৪ ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক খোকন আলী। পবিত্র কোরআন থেকে পাঠ করেন মাওলানা মুহাঃ মনিরুল ইসলাম।

আলোচনা সভাশেষে প্রধান অতিথি পৌরসভাসহ-১৪ ইউনিয়নে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ)এর আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন। এবং অল্প সময়ের মধ্যে পর্ণাজ্ঞা কমিটির নাম ঘোষনা করা হবে জানিয়েছেন।