Print Date & Time : 11 September 2025 Thursday 8:20 am

কুষ্টিয়ার মিরপুরে  ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় ছোয়াদ হোসেন (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১৫নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ছোয়াদ উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে স্থানীয় মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।  

ওসি মমিনুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক শিক্ষার্থী ছোয়াদকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক চালক ট্রাকের পেছনে ধাওয়া দেয়া হলেও হয় আটক করা সম্ভব হয়নি। 

ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এহ/16/11/24/ দেশ তথ্য