দেশতথ্য প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদক ব্যবসায়ী ও দুজন ওয়ারেন্টের আসামিকে আটক করেছে।
শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সর্বমোট ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে মিরপুর থানার বিভিন্ন ক্যাম্প পুলিশের সহায়তায় আসামি গুলোকে আটক করা হয়।
আটককৃত আসামিদের মধ্যে পোড়াদহ ইউনিয়নের খয়েরচারা গ্রামের রুবেল শেখ (৩০), গোলজার মোল্লা (৫১),সাইফুল ইসলাম (৩৬), ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামের আফু (২৮), কামরুজ্জামান (৪৬) কে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।
এছাড়াও কুর্শা ইউনিয়নের মাঝিহাট থেকে বজলুর রহমান (৪৩) ও বিল্লাল হোসেন (২৪) কে ৬০ পিস টাপেন্টাডল সহ আটক করা হয়। অপর একটি অভিযানে আমলা এলাকার আব্দুল লতিফ (৪২) কে ৩০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে মিরপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।
এছাড়াও থানা পুলিশের অভিযানের দুজন ওয়ারেন্টের আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা হচ্ছেন সুতাইল গ্রামের রবিউল ইসলাম ও আবুরি গ্রামের সেলিম মন্ডল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মাদকবিরোধী অভিযানে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। আটককৃত আসামিদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত অভিযান অব্যাহত থাকবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২১ জানুয়ারি ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post