Print Date & Time : 14 September 2025 Sunday 6:59 pm

কুষ্টিয়ার মিরপুরে শিশু ধর্ষণ চেষ্টা: গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছবির শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

রবিবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ছবির মিরপুর উপজেলার নও‌‌‌পাড়া এলাকার খবির শেখের ছেলে।

স্থানীয়রা জানান ,গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সুযোগে ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।