কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ সময় পর্যন্ত মিরপুর ও ভেড়ামারা রিটার্নিং কার্যালয়ে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, মনোনয়ন পত্র উত্তোলনের সময় থেকে জমাদানের শেষ সময় পর্যন্ত ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন, আওয়ামী মৎস্যজীবি দলের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সৈয়দ কামরুল আরেফিন, ঢাকা মেডিকেল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডক্টর শহীদুল ইসলাম ফারুকী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএম) এর মিরপুর উপজেলা কমিটি’র আহবায়ক আরিফুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ বাবুল আক্তার, আওয়ামীলীগ সমর্থিত ডা. সরদার মোঃ মুসতানজিদ লোটাস ও জাকের পার্টির কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ রওশন আলী কুষ্টিয়া-২ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ নভেম্বর ২০২৩