নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া :
কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ৫ আগষ্টের পর সভাপতি আলহাজ¦ আব্দুল হকের চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নতুন কাউকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৬ সালে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
৫ আগষ্টের পর মিরপুর বিএনপি’র সভাপতি আলহাজ¦ আব্দুল হকের ব্যাপক চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে গত ২৩ আগষ্ট দৈনিক আমাদের সময়ে “বিএনপি নেতা হকের চাঁদাবাজি লুটপাটে মিরপুরবাসী অতিষ্ঠ” শিরোনামে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পর কুষ্টিয়ায় বিএনপিতে সৃষ্টি হয় তোলপাড় ।
এর মধ্যে গত ২৪ আগষ্ট মিরপুর বিএনপির বিলুপ্তি ঘোষিত কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল হকের ক্যাডার বাহিনী ওই কমিটির সাধারন সম্পাদক রহমত আলী রব্বানকে বেধড়ক মারপিট করে । গুরুতর আহত রব্বান এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া ও মিরপুর উপজেলা বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এবি//দৈনিক দেশতথ্য //২৬ সেপ্টেম্বর, ২০২৪//

Discussion about this post