কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন।
সাধারণ সম্পাদক আসগর আলীর পরিচালনায় জেলা আওয়ামী লীগ অফিসের হলরুমের আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চৌধুরী মুর্শেদ আলম মধু, সহ সভাপতি ডা: আ ফ ম আমিনুল হক রতন, মতিউর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকর হাসু, যুব ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মমিজ, দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক হাজী হারুন অর রশীদ, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক এ্যডঃ শীলা বসু, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মুকুল হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিকসহ সকল অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তার আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, ‘মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য লড়েছিলেন। বহু গুণে গুণান্বিত ক্রীড়া ও রাজনৈতিক সংগঠক, সংস্কৃতিকর্মী, জাতীয় ক্রিকেটার শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাব দেশে আধুনিক ফুটবলের প্রবর্তক।’ বক্তারা আরও বলেন, শেখ কামাল ‘বেঁচে থাকলে পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দেওয়াসহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন এমন এই মেধাবী তরুণকে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।’
আলোচনা সভার পর দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক হাজী হারুন অর রশীদ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post