Print Date & Time : 11 September 2025 Thursday 11:54 pm

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার খোকসায় সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) দুপুর দেড়টায় খোকসা উপজেলার বেলজানি বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন: কুমারখালি উপজেলার চরভবানীপুর এলাকার বাসিন্দা ইফাদ আলীর ছেলে আবু মুসা (১৯) ও খোকসা উপজেলার ওসমানপুর এলাকার আবু বক্করের ছেলে মো: পারভেজ হোসাইন (২০)।দুইজনই খোকসা উপজেলার সমোসপুর আবু তালেব ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা-গড়াই পরিবহন খোকসার বেলজানি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেল এসে বাসকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণহীন বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্পটেই মৃত্যু হয়।

খোকসা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস চাপায় দুইজন মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।