২৪ আগস্ট বৃহ:স্পতিবার বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট. অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে বাঁধাসমূহ: বাংলাদেশ প্রেক্ষিত বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সভাপতি মোঃ রফিকুল আলম টুকু, সহ-সভাপতি আসমা আনসারী মিরু, মিজানুর রহমান লাকী, টিআইবি’র কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কো-অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিনসহ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দ। ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৪,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post