এনামুল হক: কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা।
এর আগে গাজীপুরে ছাত্রজনতার উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রাত ৭টার দিকে কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকা থেকে মশাল মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।
এরপর তারা মশাল মিছিল নিয়ে শহরের এনএস রোড, বড়বাজার, মজমপুর মোড় হয়ে এসপি অফিসের গেটের সামনে যান।
এসময় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সৃষ্টি হয় যানজট৷ ভোগান্তিতে পড়েন মানুষ।
পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অবস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ ঘটনাস্থলে আসেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। ছাত্রদের দাবি গুলো গুরুত্বের সাথে দেখা হবে বলে আশ্বাস দিলে ছাত্ররা সড়ক ছেড়ে চলে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কুষ্টিয়ার নেতাকর্মীরা বলেন, গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও যুবলীগ হামলা করেছে। কুষ্টিয়ায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে৷ আন্দোলকারীদের হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত স্বৈরাচারীর হাসিনার দোসরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
তারা আরও বলেন, ছাত্রজনতার উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
কুষ্টিয়া মডেল থানা, কুমারখালী থানা, দৌলতপুর থানা ও মিরপুর থানার ওসি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে না। তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে৷ অথচ পুলিশ নিরব, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না। তাদেরকে সরিয়ে একটিভ ওসিকে দায়িত্বে বসানো হোক৷
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অবস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, ছাত্রদের অভিযোগ গুলোর কথা শুনেছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখবো। এছাড়াও সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও একটিভলী কাজ করার চেষ্টা করবে পুলিশ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Discussion about this post