নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর সকল ছাত্র ও শিক্ষকদেরকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করা হয়ছে।
গত বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ও শিক্ষকের বিনামূল্যে এই ইউনিফর্ম বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সহ- সভাপতি মোঃ মোমেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক হাসান, কুষ্টিয়া এ আর মোটরের স্বত্বাধিকারী আসাদুর রহমান, কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর নিবার্হী সদস্য মোঃ মতিয়ার রহমান, আশরাফুল রিমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর মহূতিমাম মুফতি হবীবুল্লাহ ফারুকী।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা পৌর গোরস্থানে দোয়া করেন।
এ উদ্যোগটি নিয়ে প্রসংশিত হয়েছেন কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার তিন যুবক। নাম প্রকাশে অনিচ্ছুক এই তিন যুবক আগামি দিনে ওই সকল ছাত্র ও শিক্ষকদের মাথার পাগড়ি পড়িয়ে দেয়ার ঘোষণাও দিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post