![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2022/07/R-5-A-1.jpg)
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2022/07/R-5-A-2.jpg)
৩০ জুলাই ২০২২, শনিবার কুষ্টিয়া কেন্দ্রীয় (বড়) জামে মসজিদের ত্রিবার্ষিক নির্বাচন। শুধুমাত্র সেক্রেটারী পদে নির্বাচন হবে। সেক্রেটারী পদে প্রতিদ্বন্ধিতা করবেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইকবাল মাহমুদ রাসেল।
জানা গেছে, একই দলের দুই নেতা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কারণে সকলের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে প্রথমবারের মতো নির্বাচন করতে আসা রাসেল বলেন অনেকদিন ধরেই মসজিদের নির্বাচন করার কথা বলে এসেছিলাম। কিন্তু আমাকে বিভিন্ন কথা বলে নির্বাচন করতে নিষেধ করা হয়েছিল। এবারে আমি পণ করেছিলাম যে, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচন হতে দেবনা। তাই নির্বাচন করছি। যদি ভোটারগণ আমাকে পছন্দ করেন, তাহলে তাদের মূল্যবাণ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
বর্তমান সেক্রেটারী হাজী মানিক বলেন, আমি এই মসজিদের উন্নয়নে অনেকদিন যাবৎ নেতৃত্ব দিয়ে আসছি। আমাকে যদি যোগ্য মনে করেন, ভোট দিতে পারেন। নতুন প্রার্থীকে যোগ্য মনে করলে ভোট দিবেন আমার আপত্তি নেই।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন ভোট করা সকলের গণতান্ত্রিক অধিকার। তবে সমঝোতার মাধ্যমে নির্বাচন হলে ভালো হতো। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান লাবু বলেন যে, রাসেল একজন প্রতিবাদী ছেলে। সে যেকোন অন্যায় কাজে প্রতিবাদ জানিয়ে থাকে।
নির্বাচন কমিশনার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক এ.জে.এম সিরাজুম মনির বলেন যে, আগামী ৩০ জুলাই শনিবার সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত মসজিদের চত্ত্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৬৮৪ জন। ১৩টি পদের মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে। আগামী ৩ বছরের জন্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান হেলাল, যুগ্ম-সম্পাদক ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ মকলেছুর রহমান বাবু, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবলন, মোঃ হামিদুল হক, জায়েদুল হক মতিন, মোঃ হামিদুর রহমান, এ্যাড. কাজী সাইফুদ্দিন বাপ্পী, জাফরুল হক বাবু, মোঃ সিদ্দিকুর রহমান, মঞ্জুর রহমান মনু, হাবিবুল আলম হাবলু।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৫,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post