এনামুল হক কুষ্টিয়া:
২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বেলা দুইটায় একযোগে প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। পাশের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১৩৯ জন।
কুষ্টিয়া জেলার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহের ফলাফলের চিত্র পাওয়া গেছে। কুষ্টিয়া জিলা স্কুল শতভাগ পাসের মাইল ফলক অর্জন করেছে। জেলায় মোট সাতটি সরকারি স্কুল রয়েছে। কুষ্টিয়া জিলা স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ২৭৮ জন, পাশের শতকরা হার ১০০, জিপিএ ৫ পেয়েছে ২১৯ জন, জিপিএ৫ এর শতকরা হার ৭৮ দশমিক ৭৭। কুষ্টিয়া সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ছিল ২৫৮ জন, পাশের শতকরা হার ৯৮. ৪৪, জিপিএ ৫ পেয়েছে ২০৬ জন, জিপিএ ৫ এর শতকরা হার ৭৯. ৮৪। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ছিল ১৫৮ জন, পাশের শতকরা হার ৮৬. ০৭, জিপিএ ৫ পেয়েছে ২২ জন, জিপিএ ৫ এর শতকরা হার ১৩. ৯২। কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৫৬ জন, পাশের শতকরা হার ৯৩.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৪৫ জন, জিপিএ ৫ এর শতকরা হার ২৮. ৮৪। মিরপুর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ৬৮ জন, পাশের শতকরা হার ৮৩ দশমিক ৮২, জিপিএ ৫ পেয়েছে ৭ জন, জিপিএ ৫ এর শতকরা হার ১০.২৯। দৌলতপুর পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৪৩ জন, পাশের শতকরা হার ৯৩.৭১, জিপিএ ৫ পেয়েছে ২৫ জন, জিপিএ ৫ এর শতকরা হার ৯৩.৭১। ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোট পরীক্ষার্থী ছিল ২০৩ জন, পাশের শতকরা হার ৯৩.১, জিপিএ ৫ পেয়েছে ৪১ জন, জিপিএ ৫ এর শতকরা হার ২০.১৯। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ১৪২ জন, পাশের শতকরা হার ৯৭. ১৮, জিপিএ-৫ পেয়েছে ১০১ জন, জিপিএ ৫ এর শতকরা হার ৭১.১৩। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৯৯ জন, পাশের শতকরা হার ৯৪.৯৪, জিপিএ ৫ পেয়েছে ৪১ জন, জিপিএ ৫ এ শতকরা হার ৪১.৪১। এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ছিল ১৭৭ জন, পাশের শতকরা হার ৯৪. ৯১, জিপিএ ৫ পেয়েছে ১০১ জন, জিপিএ ৫ এর শতকরা হার ৫৯.৩২। সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ২২ জন, পাশের শতকরা হার ১০০, জিপিএ ৫ পেয়েছে ৫ জন, জিপিএ ৫ এর শতকরা হার ২২.৭২।

Discussion about this post