Print Date & Time : 11 May 2025 Sunday 3:42 am

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব আটক

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ।

এমনটিই দাবি করেছেন তার পরিবার। সোমবার (২২ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন খন্দকার তসলিম নিশাতের পিতা খন্দকার টিপু সুলতান। তিনি আরও বলেন, আজ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে এসে বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিল নিশাত। সেখান থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।

এদিকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান,আটকের বিষয়টির এমন তথ্য আমি এখনও পাইনি।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন,দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি-ছাত্রদল নেতারা যখন আন্দোলনে মাঠে নামছে, ঠিক তখনই আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। আটককৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি করছি।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২২,২০২২//