নিজস্ব প্রতিবেদক : পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে কুষ্টিয়ায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বিকালে অনুষ্ঠিত শোক র্যালি অনুষ্ঠিত হয়। শোক র্যালিটি কুষ্টিয়া শহরস্থ সদ্দাম বাজার মোড় থেকে শুরু হয়ে এনএস রোড হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,শহর ছাত্রদলের আহবায়ক ফয়সাল সজল আহম্মেদ, সদস্য সচিব কৌশিক আহম্মেদ, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার আল মামুন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জুয়েল আহম্মেদ, সদস্য সচিব আশরাফ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস, মিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক তুষার আহাম্মেদ , সদস্য সচিব সাব্বির হোসেন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল, সদস্য সচিব সুমন, কুমারখালি উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহান, সদস্য সচিব অপু,খোকসা থানা ছাত্রদলের আহবায়ক রাকিব সহ প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ আগষ্ট ২০২৪