আসন্ন ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সদর উদ্দিন খান ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদে ঘুরে ঘুরে জনপ্রতিনিধিদের কাছে ভোট চাইছেন সেই সাথে তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। প্রচারণার অংশ হিসাবে সোমবার (১০ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন আলহাজ্ব সদর উদ্দিন খান।
সভায় সভাপতিত্ব করেন,খলিসাকুন্ডি ইউপি চেয়ারম্যান মো. জুলমত হোসেন।এরপর উপজেলার আড়িয়া ও রিফাইতপুরসহ বেশকিছু ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন তিনি।
দিনব্যাপী এ প্রচার-প্রচারণায় আলহাজ্ব সদর উদ্দিন খানের সঙ্গে ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.আজগর আলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী,দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.এজাজ আহমেদ মামুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন প্রমুখ।
এসময় ভোটারদের কাছে আলহাজ্ব সদর উদ্দিন খান আনারস মার্কা প্রতীকে ভোট চেয়ে আগামী পাঁচ বছর সকলের সেবা করার সুযোগ চান।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post