Print Date & Time : 14 September 2025 Sunday 11:12 pm

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রফিকুল্লাহ্ কালবী: কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীরা ।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের কারামায় চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করার কারণে জেলা বিএনপির ভেতরে মতানৈক্যের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, বর্তমান অবৈধ কমিটির নেতৃবৃন্দ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি নিয়ে ব্যস্ত রয়েছে। পদবঞ্চিত নেতৃবৃন্দ মেয়াদোত্তীর্ণ সকল অবৈধ আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান।