Print Date & Time : 24 August 2025 Sunday 10:07 pm

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” পতিপাদ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহযোগিতায় রবিবার ২৮ এপ্রিল সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক (উপসচিব) মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিদর্শক সুশান্ত কুমার শাহা, কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল হক, প্রকৌশলী ইয়াকুব আলী প্রমূখ। 

সম্মেলনে অত্র ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীর অভিভাবক বৃন্দ উপস্থিত হয়। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ এপ্রিল ২০২৪