Print Date & Time : 9 May 2025 Friday 7:37 pm

কুষ্টিয়া পৌর প্রশাসনের সাথে ‘নিকুশিমাজে’র মতবিনিময় সভা

নিজ প্রতিবেদক
কুষ্টিয়ায় ‘অসংক্রামক রোগপ্রতিরোধে শরীর চর্চার ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভার সেমিনার কক্ষে বেসরকারি সংস্থা ‘নিকুশিমাজ’- এর উদ্যোগে কুষ্টিয়া পৌর প্রশাসনের সাথে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সংস্থার চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।
নিকুশিমাজের নির্বাহী পরিচালক সালমা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন বর্ষিয়ান সাংবাদিক মিজানুর রহমান লাকী ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ। স্মারকলিপি পাঠ করেন লেখক ও সাংবাদিক রফিকুল্লাহ্ কালবী। পরে প্রধান অতিথিকে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক মিজানুর রহমান লাকী।

বক্তাগণ অসংক্রামক ব্যাধি প্রতিরোধে শরীর চর্চার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। শহরের জলাশয়, খেলার মাঠ, রাস্তাঘাট ও ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে বক্তাগণ বলেন, এসব স্থান ব্যবহার উপযোগী থাকলে মানুষ সহজে শরীর চর্চা করতে পারে। আর নিয়মিত শরীর চর্চা করলে অসংক্রামক রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। মাদক ও তামাকের কুফল থেকে যুব সমাজকে বাঁচাতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, বেসরকারি সংস্থা নিকুশিমাজের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। নিকুশিমাজের এই পদক্ষেপকে বাস্তবায়ন করতে কুষ্টিয়া পৌর প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করা হবে।