Print Date & Time : 12 September 2025 Friday 1:01 am

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির ২৪ঘন্টার আল্টিমেটাম

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুঁনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া প্রেসক্লা কেপিসি থেকে বিক্ষোভ শুরু হয়ে ডিসি কোর্টের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবরে সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবন প্রমুখ।

এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে ও নির্মম এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িতদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে স্থানীয় সংবাদপত্র ধর্মঘট, মহাসড়ক অবরোধ করা হবে।

আর//দৈনিক দেশতথ্য//৮ জুলাই-২০২২//