সাংবাদিকদের সাথে কুষ্টিয়া জেলা প্রশাসকের মতবিনিময় সভা করেছেন। জনগণের কল্যাণ সাধনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ এহেতেশাম রেজা।
আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। সভার শুরুতে জাতীয় শোক দিবস স্মরণে এক মিনিট নিরবর্তা পালন করা হয়।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। সরকারি কোন কর্মসূচি কিংবা কার্যক্রমের খবরাখবর গণমাধ্যমকে জানানো হয় না।
মতবিনিময় সভায় সাংবাদিকগন জেলা প্রশাসনের মিডিয়া সেলটি আরও কার্যকর করার দাবি জানান। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ, অবৈধ ভাবে বালু উত্তোলন, বাল্য বিয়ে, মাদক, দুর্নীতি মুক্ত নিশ্চিত করতে জেলা প্রশাসককে কার্যকর ভূমিকা নেয়ার আহবান জানান সাংবাদিকরা।
সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করে এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক-মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, যানবাহনের ফিটনেস যাচাই এবং স্কুল চলা সময়ে পরিহিত ইনিফর্ম পড়ে রেষ্টুডেন্ট, পার্ক, বালু উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা, মাদককে নির্মুল করা, বাল্য বিয়ে প্রতিরোধ, দুর্নীতি মুক্ত, নিয়মিত ভাবে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করে। সরকাররের সকল জনকল্যান মূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে সাংবাকিদের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করে বলেন, কাজ সফল করতে গিয়ে অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপ পরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (সাধারণ শাখা ও আইসিটি) স্বরুপ মুহুরী, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সভাপতি আল মামুন সাগর, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ, প্রথম আলো জেলা প্রতিনিধি তৌহিদী হাসান, চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি শরিফ বিশ্বাস, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, এস এ টিভির জেলা প্রতিনিধি নুর
আলম দুলাল, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, সময় টিভির জেলা প্রতিনিধি এস এম রাশেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাফিস ইকবাল নাব্বিরসহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ আগস্ট ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post