কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার বিচার বিভাগ অ্যাসোসিয়েশন নির্বাচন আসন্ন হওয়ায় কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণে বইছে নির্বাচনী হওয়া।
বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা, ভোটার – সমর্থকদের উত্সাহ উদ্দীপনায় বইছে পরিবর্তনের নতুন হাওয়া।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এরই মধ্যে প্রচারণার মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ে নেমে পড়েছেন ভোটের মাঠে। সমর্থকরাও তাদের প্রিয় প্রার্থীকে জয়ী করতে বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কুষ্টিয়া জজকোর্ট সংলগ্ন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আগামী ২০অক্টোবর ২০২৪ তারিখে আসন্ন র্নিবাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ভোটারদের মধ্যে প্যানেলের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তারা তাদের কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে প্রচার করছে যা ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে।
অন্যান্য প্রার্থীরাও প্রচারণায় নামলেও ফজলু-মিজান প্যানেলের আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীদের জন্য কঠিন প্রতিযোগিতা তৈরি করছে। নির্বাচনী প্রচারণার ময়দানে প্রতিদিনই প্রার্থীরা তাদের কর্মসূচি উপস্থাপন করছে ভোটারদের সামনে। এরই মধ্যে কুষ্টিয়ার বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের ভোটারদের মাঝে পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে চালাচ্ছেন প্রচার। সমর্থকরা স্থানীয় কোর্ট প্রাঙ্গণে বসে প্রার্থীদের নিয়ে আলোচনা করছেন।
এই নির্বাচনে কে বিজয়ী হবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। তবে বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের ভোটাররা আশা করছে ফজলু-মিজান পরিষদের নতুন নেতৃত্ব বিচার বিভাগের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে এবং বিচার বিভাগের সুনাম বৃদ্ধি করবে।
প্রিন্ট করুন
Discussion about this post