Print Date & Time : 2 July 2025 Wednesday 6:34 pm

কুষ্টিয়া মাদকসহ আ.লীগ নেতা পল্লবের সহযোগী গ্রেফতার

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেতা ইউসুফ হত্যা মামলার আসামি পল্লবের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ১৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি ও চিহ্নিত কে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার পৌর এলাকার তিন নং ওয়ার্ডের কুঠিপাড়া এলাকার মোহাম্মদ মহির এর ছেলে মোহাম্মদ আখতারুজ্জামান তুহিন ও আব্দুর রাজ্জাকের ছেলে তানভীর রহমান রকি ওরফে শিশির কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুরাদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মহোদয় মিজানুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই কামরুল ইসলাম, এসআই আব্দুল মতিন ও সঙ্গীও ফোরসহ রোববার রাতে পৌর এলাকাধীন মঙ্গলবাড়ীয়া বাজারে মেসার্স শোভন এন্টারপ্রাইজ এর সামনে থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে
উক্ত অভিযানে দুই চোরাকারবারিকে ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় চোরাকারবারি অস্ত্রধারী সন্ত্রাসী তার নামে চাঁদাবাজি, মাদক, ও হত্যা মামলা রয়েছে।
তিনি আরো জানান তাদের বিরুদ্ধে মডেল থানায় নিয়মিত মাদক মামলা রযুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।