র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৮ জুন রাত ০৯:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া সদর থানার কোর্টপাড়া কলেজ মোড়ে মাদক বিরোধী করে।
ওই অভিযানে ০৪ (চার) গ্রাম হেরোইন, যাহার মূল্য আনুমানিক-১৬,০০০/- (ষোল হাজার) টাকা, ১৪ (চৌদ্দ) পিছ ইয়াবা, যাহার মূল্য আনুমানিক-৭,০০০/- (সাত হাজার) টাকা, মোটরসাইকেল-০১টি, মোবাইল ফোন-০৪টি, সীম কার্ড-০৬টি এবং নগদ ৩৮,৫৫১/- (আটত্রিশ হাজার পাঁচশত একান্ন) টাকা সহ ১। রাজু আহমেদ রানা (৩০), পিতা-হায়দার আলী, সাং-কোর্টপাড়া কলেজ মোড়, ২। সাজন (২৪), পিতা-মজিবর রহমান, সাং-হাউজিং ৩। আবু তাহের (৫০), পিতা-মৃত নুর উদ্দিন শেখ, সাং-মঙ্গলবাড়িয়া, সর্ব থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করেছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৯,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post