নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষাণ্মাসিক) কুষ্টিয়া শহর শাখার সেটআপ সম্পন্ন।
উক্ত সেটাআপে কুষ্টিয়া শহর শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষাণ্মাসিক) সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
এক জরুরী সদস্য সমাবেশে এই সেটআপ সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী।
শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত এইচএম আবু ইউসুফে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান মুতাসিম বিল্লাহ শাহেদী। আবু ইউসুফ পূর্বে শহর সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন কে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি। তিনি পূর্বে অফিস সম্পাদকের দায়িত্ব ছিলেন।
পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

Discussion about this post