Print Date & Time : 12 May 2025 Monday 4:06 am

কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন

আমীর মাওলানা শরিফুল, সেক্রেটারি ডা: রায়হান

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের কমিটি গতকাল ০২ ডিসেম্বর গঠন করা হয়েছে। সদর উপজেলার রুকনদের ভোটে আমীর পদে মাওলানা শরিফুল ইসলাম নায়েবে এ আমীর পদে ডা: রায়হান আলী রাজন, সহকারী সেক্রেটারী পদে হাজী ইউনুছ আলী নির্বাচিত হয়েছেন।

আফরোজ আলম, হাফেজ ফয়সাল উদ্দিন প্রশিক্ষণ ও প্রেশাজীবী সম্পাদক হাফেজ ফয়সাল উদ্দিন দাওয়া ও ওলামা বিভাগের সভাপতি হাফেজ ওসমান গনি যুব ও প্রচার মিডিয়া  সম্পাদক সামছুল হক রুবেল অফিস ও প্রকাশনি সম্পাদক মতিউর রহমান মাষ্টার মানব সম্পাদক মাওলানা শাকেউল রহমান নির্বাচিত হয়েছেন।

তারেক//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০২,২০২৪//