নজরুল ইসলাম মুকুল্, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় প্রেরিত কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক দিন আগে প্রতিটি উপজেলায় কর্মী সমাবেশ করে আগের কমিটিগুলো বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহবায়ক করা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদকে এবং সদস্য সচিব করা হয়েছে সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবকে।
আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন শহিদুজ্জামান খোকন, এস এম গোলাম রশিদ, অধ্যাপক নজরুল ইসলাম, আলফাজ হোসেন, সেলিম রেজা, জয়নাল আবেদিন (সাধু)।
সদস্য যথাক্রমে : অধ্যাপক মাহাবুব আলম বিশু, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম ডাব্লু, শেখ মোঃ আলী মোজাম, অধ্যাপক সিরাজুদ্দিন, হাবিবুর রহমান হাবু, হায়াত আলী, ডাঃ মোঃ সাদ, মতিয়ার রহমান মাষ্টার, আমিরুল ইসলাম আন্টু, হাফিজুল ইসলাম, শিপন বিশ্বাস, আবু দাউদ, অধ্যাপক মহসিন আলী, তরিকুল ইসলাম, মোঃ সোনাউল্লাহ (সোনা), আবু বক্কর সিদ্দিক, হাবিবুর রহমান হাবিব, নুর উদ্দিন নুরু, জিয়াউর রহমান জিয়া, অধ্যাপক সেলিম উদ্দিন, গোলাম কিবরিয়া, ফিরোজ আহম্মেদ বাবু ও মাহামুদুল হাসান (শেক্সপিয়ার)।
এর আগে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলা ৫টি পৌর কমিটির কর্মী সমাবেশের মাধ্যমে বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ৫টি উপজেলা ও ৪টি পৌর কমিটির আহবায়ক কমিটি ঘোষনা করা হলেও গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। তবে এখনো কুষ্টিয়া পৌ বিএনপির কমিটি ঘোষনা করা হয়নি।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এই সব আহবায়ক কমিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটি বিএনপির তৃনমুল নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে তালিকা তৈরী করে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবে। কোন ক্রমেই পকেট কমিটি কেউ করতে পারবে না। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে কুষ্টিয়া পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।
এদিকে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা হওয়ায় বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
প্রিন্ট করুন
Discussion about this post