Print Date & Time : 24 August 2025 Sunday 7:29 pm

কুষ্টিয়া সরকারি কলেজের উদ্যোগে ইফতার ও মানবিক সহায়তা প্রদান

দেশতথ্য রিপোর্ট :

ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশন, কুষ্টিয়া সরকারি কলেজের উদ্যোগে ইফতার দোয়া ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।  ৭ এপ্রিল রবিবার স্থানীয় খেয়া রেস্তোঁরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের সদ্য সাবেক প্রিন্সিপাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রফেসর কাজী মনজুর কাদির। সাবেক শিক্ষার্থী শামীম রানার পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সদ্য সাবেক বিভাগীয় প্রধান, বর্তমানে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল মতিন। কুষ্টিয়া সরকারি কলেজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন। সহকারি অধ্যাপক আতিকুজ্জামান। প্রভাষক জহির রায়হান  ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ২০০১/২ সেশনের শফি উদ্দিন শফিক।

ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশন, কুষ্টিয়া সরকারি কলেজ ২০০৫/৬ সেশনে শিক্ষার্থীদের আয়োজনে এসোসিয়েশনের উদ্যোক্তাদের অন্যতম, নিজাম উদ্দিন, এসআই মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট সাজ্জাদ, ব্যাবসায়ী শাহীন, খয়বার আলী, মোস্তাফীজুর রহমান পিন্টু, সরকারি চাকুরীজীবী মুরাদ  ও সাংবাদিক শামীম রানা , কুষ্টিয়ার প্রায় ৫ হাজারেরও বেশী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তারা কেউ কুষ্টিয়াতে, কেউ কুষ্টিয়ার বাইরে কর্মক্ষেত্রে রয়েছেন। আমাদের বৃহৎ পরিকল্পনায় এই এসোসিয়েশন সবাইকে একটি প্লাটফরমে নিয়ে আসতে হবে।সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠানে ১০ বাছাইকৃত এতিম অসহায় ও বিধবাদের পোশাক ও খাদ্য সহায়তা করা হয়। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সাবেক শিক্ষার্থী আলমগীর, সুজন, বাবন,  আরিফ, সোহেল, জাহিদুল, শাহীন, ইকরাম,লিটন,লিজা, রাতুল, মোস্তাফিজ, রুমি, মুহিদুল,পান্না, নাজিউল, পারভেজ, স্বপন, শাহরিয়ার রোহান, বিপুল, জনি জান্নাতুল আফরিন অতনু, তরুন হোসেন ও  তরিকুল ইসলাম ।

এবি//দৈনিক দেশতথ্য//০৭ এপ্রিল ২০২৪//