নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার সুনামধন্য কলেজে দীর্ঘ ১ যুগ পর কুষ্টিয়া সরকারি কলেজে কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে ৩ দিনের বার্ষিক ক্রীড়া ও সহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা -২৪ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ খেলা উদ্বোধন করা হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এ খেলা উদ্বোধন করেন।
আতাউর রহমান আতা বলেন, ” এই কলেজের খেলার মাঠ একসময় জরাজীর্ণ অবস্থায় ছিল যখন আমি প্রিয় নেতার নির্দেশে এই মাঠে বালি ফেলা শুরু করি তখন অনেক মানুষ অনেক কথা বলেছিল এটা হবে না। কিন্তু আমরা সক্ষম হয়েছি খেলার মাঠে এখন পরিবেশ ফিরেছে। তবে এখানে প্রিয় নেতা মাহবুব উল আলম হানিফ ভাইয়ের কলেজকে নিয়ে অনেক পরিকল্পনা আছে। স্মার্ট কলেজে স্মার্ট কিছু উপহার দেওয়া হবে”।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লাল মোহাম্মদ, কুষ্টিয়া সরকারি কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস ও সাধারণ সম্পাদক শোভন উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২১ জানুয়ারি ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post