যথাযোগ্য মর্যাদায় শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শেখ রাসেল মুক্ত মঞ্চে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
আলোচনা সভায় সকল বক্তারা বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং অধ্যক্ষ বলেন, বাঙালির হাজার বছরের জীবন কাঁপানো ইতিহাস মহান স্বাধীনতা। বাংলাদেশের অভ্যুদয় বিশ্ব ইতিহাসে গৌরব দীপ্ত অধ্যায়। একাত্তরে সংঘটিত মুক্তিযুদ্ধ বাঙালির আত্মত্যাগ, প্রাণ বিসর্জন, মা-বোনের সম্ভ্রম হারানোর মর্মন্তুদ বেদনায় ভরপুর। দীর্ঘ নয় মাস বাঙালি স্বদেশে, রণাঙ্গনে ও প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করে জীবনযুদ্ধে অবতীর্ণ হয়। বহুজনের বিবিধ বিসর্জন শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় পতাকা ওড়ে,বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।
কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল হকের সভাপতিত্বে আলোচক সহ উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম জালাল উদ্দিন,শিক্ষক পরিষদের সম্পাদক ওহিদুজ্জামান ও প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ডিসেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post