দেশের শীর্ষস্থানীয় পাবলিক কলেজগুলির অন্যতম কুষ্টিয়া সরকারী কলেজে দীর্ঘদিন ধরে স্থবির থাকা সাংস্কৃতিক আয়োজন আবার প্রান ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের উদ্যোগে ঈদুল আযহা পূনর্মিলন অনুষ্ঠানের মধ্যদিয়ে।
এদিন রুদ্ধশ্বাসের বন্ধ দুয়ার খুলে উচ্ছাসের ব্যাকুলতায় মিলেমিশে একাকার হয়ে যান প্রিয় সহকর্মীরা। গতকাল রাতে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়ের সভাপতিত্বে শুরু হওয়া আনুষ্ঠানিকতা স্মৃতি চারণ, কবিতা আবৃতি, সংগীতানুষ্ঠন শেষে নৈশভোজের মধ্যদিয়ে শেষ হয়।
উৎসবমুখর এই আয়োজনে সহকর্মীদের মধ্যে একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করে আগামীতেও এই ধারাকে অবিচল রেখে বন্ধনের সুতোটাকে দৃঢ় করা প্রত্যয় ব্যক্ত করেন উপাধ্যক্ষ আনছার হোসেন।
এসময় অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায় বলেন, ‘কুষিটয়া সরকারী কলেজ কেবলমাত্র রেজাল্ট ভালো করার দৃষ্টান্ত স্থাপনের প্রতিষ্ঠান নয় বরং এই কলেজের সাংস্কৃতিক শিক্ষা গোটা দেশের জাতিকে আলোকিত পথ দেখাবে সেটাই কাম্য’। সে লক্ষ্যে শিক্ষাগুরু হিসেবে আমরা সকলেই কাধে কাধ মিলিয়ে এক সুতোয় আবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে’। এছাড়াও বক্তব্য রাখেন সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১১,২০২৩//

Discussion about this post