নিজ সংবাদদাতা : কুষ্টিয়া সিটি কলেজে এইসএসসি ২০২৩-২০২৪ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার) অধ্যক্ষ মোহা: কামরুজ্জামানের সভাপতিত্বে কুষ্টিয়া সিটি কলেজের আয়োজনে এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নূর উদ্দীন আহমেদ, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, বিদায় অনুষ্ঠান কমিটির আহবায়ক জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হক। কুরআন তেলাওয়াত করেন শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার জ্যেষ্ঠ প্রভাষক ও প্রমোশন অফিসার নিলয় দাস নয়ন।
বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস, জ্যেষ্ঠ প্রভাষক ড. আরজুমান্দ আরা ও জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুস্মিতা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাফি। উল্লেখ্য, অনুষ্ঠানে ২৭৩ জন শিক্ষার্থীকে এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ডসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।