Print Date & Time : 10 May 2025 Saturday 4:53 pm

কুষ্টিয়া সিটি কলেজে শিক্ষক পরিষদের বার্ষিক সভা

নিজ সংবাদদাতা : কুষ্টিয়া সিটি কলেজ শিক্ষক পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (রবিবার) শিক্ষক মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সহ-সভাপতি মোঃ ওবাইদুর রহমান।

বিগত বার্ষিক সভার কার্যবিবরণী পাঠ করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাসাবুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী। ২০২৪ সালের প্রাপ্তি ও প্রদান হিসাব উপস্থাপন করেন যুগ্ন সম্পাদক রুবাইয়া খাতুন।

বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোহিত কুমার বিশ্বাস, আনজুমান আরা বেগম ও মোঃ শাহজাহান সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হক, জ্যেষ্ঠ প্রভাষক মোহাঃ রুহুল আমীন, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম প্রমুখ।