নিজস্ব প্রতিবেদক: র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এর অভিযানে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী সহ ০২ জন গ্রেফতার করা হয়েছে ।
গত ০৮-০৪-২০২৪ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮১৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন গোবরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১। মোঃ আশাদুল শেখ (১৯), পিতা-মোঃ আসলাম শেখ ২। মোঃ মন্টু শেখ (৩৪), পিতা-মৃত রহমত শেখ, ৩। মোঃ ঝন্টু শেখ (৩০), পিতা-মৃত রহমত শেখ ৪। মোঃ ওয়াদুদ শেখ (৫০), পিতা-মৃত রহমত শেখ ৫। মোঃ আক্কাস শেখ (৩২), পিতা-মোঃ নূর আলী শেখ, সর্ব সাং-গোবরা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াদেরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে রক্তাক্ত ভাবে জখম করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে আহতের স্বাজন বাদী হয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, তারিখঃ ০৯/০৪/২০২৪, জিআর-১০২/২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০। ঘটনাটি মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল ২০২৪ খ্রিঃ ১০৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন গোবরা গ্রামে অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ সুজন শেখ (২৮), পিতা-মোঃ দিলবার শেখ ও মোঃ রেজাউল হক (৪০), পিতা-মোঃ গোলাম রসুল, উভয় সাং-গোবরা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ এপ্রিল ২০২৪

Discussion about this post