আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, দৌলতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল।
মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজে উপস্থিত হয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি ।
একই দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দলীয় মনোনয়ন ফরম জমা দেন বলে জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল । এ জন্য তিনি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সর্বস্তরের জনগণসহ দলীয় সকল নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেছেন। উল্লেখ্য’ কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মোট ১৫ জন আওয়ামী লীগের থেকে ১জন জাতীয় পার্টি থেকে ও একজন তৃনমুল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ নভেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post