Print Date & Time : 11 September 2025 Thursday 8:39 pm

কুষ্টিয়া আদালতে বায়োমেট্রিক প্রযুক্তির উদ্বোধন

কুষ্টিয়া জেলা জজ আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আদালত ভবনের প্রবেশ দ্বারে এই প্রযুক্তি নির্ভর অফিস হাজিরা পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ রুহুল আমীন। 

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কেরামত আলী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহম্মদ আলী আহসান, আবীর পারভেজ সহ অন্যান্য বিচারকবৃন্দ ও আদালত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মান অভিযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়া আদালত ভবনে ম্যানুয়াল পদ্ধতির হাজিরার ইতি টেনে প্রযুক্তি নির্ভর বায়োমেট্রিক পদ্ধতি চালুর মাধ্যমে রাষ্ট্রের এই সেবাখাতে আরও একধাপ গতি  এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচারের পথ প্রসস্ত হলো।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ আগস্ট ২০২৩