নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সংগঠক মীর আসাদুর রহমান (ডবল) সোমবার (২ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কুষ্টিয়া পৌর ১নং ওয়ার্ডের থানাপাড়া অম্বিকা চরণ মূখার্জী সড়কের বাসিন্দা। দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভূগছিলেন। এই ক্রীড়ানুরাগী ও সংগঠক দীর্ঘদিন কুষ্টিয়া টাউন লাইব্রেরী ও কুষ্টিয়া এ্যাথলেটিক ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। অপর দিকে তিনি থানাপাড়া জামে মসজিদের সভাপতিও ছিলেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র ও মিশুক প্রকৃতির এই মানুষের মৃত্যুতে থানাপাড়াসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত এক মাস পূর্বে করোনায় আক্রান্ত হয়ে তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেন। বাদ এশা থানাপাড়া জামে মসজিদে নামাজে যানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হয়। তাঁর এই মৃত্যুতে শোক জানিয়েছেন কুষ্টিয়া- ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন, তাঁর দীর্ঘদিনের একসাথে চলা ঘনিষ্ট সঙ্গী আলী হাসান মন্টা, স্বপন কুমার সাহা (শংকর)সহ দৈনিক বজ্রপাত পত্রিকার প্রকাশক সম্পাদক সিহাব উদ্দিন, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, সাবেক ক্রিকেটার গোলাম কিবরিয়া, সাহিল মাছুদ, নসরত, হবি, বাবু, সাফায়েত হোসেন স্বপনসহ প্রমূখ। এসময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post