কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ব্যাপারী পাড়ায় ১৯ আগষ্ট সন্ধ্যায় আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রাত ৮টায় মরদেহেটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজ্জাকের বাড়ি বটতৈল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ব্যাপারী পাড়ায়। তার পিতোর নাম নুরু শেখ। কিছুদিন আগে রাজ্জাকের স্ত্রী কাজ নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন। সন্ধ্যার দিকে তার ঘর থেকে চরম দুর্গন্ধ বের হতে থাকে। আশপাশের লোকজন এসে ঘরের মধ্যে রাজ্জাককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে একই এলাকার এনামুল ফকির পুলিশকে অবগত করেন।পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কুষ্টিয়ার জগতি পুলিশ ফাঁড়ি ক্যাম্পের এস আই আলিম বলেন, নিহত রাজ্জাক নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। সে আত্মহত্যা করেছে কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ আগস্ট ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post