কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ পালিত হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক হয়ে উপজেলা চত্ত্বরে এসে শোভাযাত্রা শেষ হয় ।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস,খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবউল্লাহ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফযলুল হক,উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, প্রানীসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম সহ স্কুলের ছাত্রছাত্রী এবং উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ বছর পবিত্র রমজান মাস হওয়ার কারণে দুপুরের মধ্যেই সবধরনের বৈশাখী কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
প্রতি বছরই এই দিনটিতে সরকারি ছুটি থাকায় উপজেলার সকল স্তরের মানুষই অত্যন্ত আনন্দ-সমারোহের সাথে দিনটি উদযাপনে অংশ নেয় আর নতুন বছরকে বরণ করে নেয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ এপ্রিল ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post