খোকসা প্রতিনিধি:কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম আসফিয়া। সে উপজেলার কাদিরপুর গ্রামের উজ্জল শেখের এক মাত্র কন্যা সন্তান। পরিবারের পক্ষ থেকে শিশুটির ফুপা জিয়ারুল জানান, রোববার সকালে শিশুটির মা ও পরিবারের লোকেরা রান্নাসহ সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় শিশু আসফিয়া বাড়ি পাশের পুকুরের পড়ে যায়। এক পর্যায়ে মৃত শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুজ্জামান জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়েছিল।

Print Date & Time : 4 July 2025 Friday 8:44 am