কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় আবির (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান দক্ষিণ পাড়ার শহীদুল ইসলামের ছেলে।
শনিবার বেলা দেড়টায় কুষ্টিয়া-মেহেরপর মহাসড়কের মিরপুর পৌরসভার যোগিপোল নামক এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম রফিক জানান, শনিবার দেড়টায় আবির মোটরসাইকেল চালিয়ে বৃষ্টির মধ্যে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যোগিপোল নামক স্থানে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষে রাস্তায় পড়ে গিয়ে মাইক্রোবাসের চাকায় পৃষ্ট হয় আবির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১জুলাই ২০২৩