নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় অবস্থিত লালন শাহ’র মাজারের মাঠ সংলগ্ন কালী নদী থেকে প্রায় (৩০) বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে লালন শাহের মাজারের মাঠ সংলগ্ন কালী নদীতে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
তবে পুলিশ এখনো লাশের নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি। স্থানীয়দের ধারণা ২-৩ দিন ধরে লাশটি নদীতে ডুবে ছিলো।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তবে লাশের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post