নিজস্ব প্রতিবেদক : “আবাবিলের পণ্য সকলের জন্য, আবাবিলের পণ্য কিনে হন ধন্য, আবাবিলের পণ্য গুনে ও মানে অনন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় আবাবিল ট্রেডিং এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর শুভ উদ্বোধন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সবুজ বাংলা ইন্টারপ্রাইজ কুষ্টিয়ার আয়োজনে শনিবার দুপুরে শহরের ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আবাবিল ট্রেডিং এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ।
এসময় তিনি বলেন, আবাবিলের পণ্য গুনে ও মানে সবার থেকে আলাদা। কারন আমরা দিচ্ছি নির্ভেজাল ও মান সম্পন্ন প্রোডাক্ট। মুনাফা নয়, মান সম্পন্ন ও নির্ভেজাল পণ্য মানুষের কাছে পৌছে দেয়ায় আমাদের মূল লক্ষ্য।
সবুজ বাংলা ইন্টারপ্রাইজ কুষ্টিয়ার চেয়ারম্যান জেব-উন-নিসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবাবিল ট্রেডিং এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লায়ন মনিরুল ইসলাম স্বপন, আফছার উদ্দিন ডিগ্রি মাদ্রাসার প্রফেসর আব্দুল করিম ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা বসু।
সবুজ বাংলা ইন্টারপ্রাইজ কুষ্টিয়ার পরিচালক মেহেরীন আহমেদ ও সালাউদ্দিন আহমেদ টুটুলের পরিচালনায় মতবিনিময় সভায় কুষ্টিয়ায় নতুন যাত্রা শুরু হওয়া আবাবিলের পণ্যের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সবুজ বাংলা ইন্টারপ্রাইজ কুষ্টিয়ার পরিচালক সাঈদুল রহমানসহ কুষ্টিয়া জেলা এবং বিভিন্ন উপজেলার ডিলার ও ব্যবসায়ীগণ।
প্রিন্ট করুন
Discussion about this post