কুষ্টিয়ায় ইজিবাইক চালক বশির উদ্দিন (৬০) কে হত্যার দায়ে রঞ্জু মন্ডল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সোমবার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আসামী হলেন কুমারখালী উপজেলা উত্তর পারসাঁওতা গ্রামের মৃত সালামত মন্ডলের ছেলে।
আদালতের মামলা সূত্রে জানা যায় গত ২০২০ সালের ২৪ আগষ্ট বিকেলের দিকে নিহত ব্যক্তি বশির উদ্দিন তার ব্যাটারী চালিত ভ্যান গাড়ীটি নিয়ে ভাড়া মারা জন্য বাড়ী থেকে বের হয়। পরের দিন সে বাড়ীতে আর ফিরে আসেন নাই। পরেদিন সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার মেটন চর গোপালপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর লাশ ময়না তদন্ত ও সুরতহাল রিপোর্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে গত ২৬ আগষ্টে নিহতের ছেলে মিঠুন শেখ অজ্ঞাত ব্যক্তিদের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকারী কর্মকর্তা মোহাঃ আকিবুল ইসলাম মামলাটির তদন্ত শেষ করে আদালতে আসামীর উল্লেখ করে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুলাই ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post