নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ১৭ অক্টোবর ২০২১ ইং তারিখ সময় রাত ১১.৫৫ ঘটিকায় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন আড়–য়াপাড়া গ্রামস্থ জনৈক সাগর রায় চৌধুরীর নুপুর ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা- ০৯ পিছ, যাহার আনুমানিক মূল্য ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০২ টি, সীমকার্ড-০৩ টি, নগদ-১৪৮০ টাকা সহ ০২ জন আসামী ১। চন্দন শিকদার @ মধু (৪৫), পিতা-মৃত তারাপদ শিকদার, ২। মহাদেব কর্মকার (৩২), পিতা-মৃত পরেশ কর্মকার, উভয় সাং-আড়–য়াপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Print Date & Time : 6 July 2025 Sunday 1:37 am