Print Date & Time : 11 September 2025 Thursday 8:43 pm

কুষ্টিয়ায় একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

১৮ মে রাত টায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খলিশাকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৮ মে ২০২৩ ইং তারিখ রাত ০৮:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খলিশাকুন্ডি গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ বোতল ফেনসিডিল যাহার মূল্য আনুমানিক ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা সহ ০১ জন আসামি মোঃ ইব্রাহিম (৩৫), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-আকুবপুর, থানা-গাংনী, জেলা-মেহেরপুর’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ মে ২০২৩