Print Date & Time : 12 September 2025 Friday 5:04 am

কুষ্টিয়ায় করোনা-উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন।

মো. মেজবাউল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৬ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৬৭ ভাগ।নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৪৯ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে ৯ জন, ভেড়ামারায় ২০ জন, মিরপুরে ১২ জন ও খোকসায় চারজন আক্রান্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৫৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭১৫ জন।