কৃষি কাজে কৃষকদের আরো উদ্বুদ্ধ করার পাশাপাশি চিত্ত-বিনোদনের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে ধানের জমিতেই আমন ধান কর্তন অবস্থায় গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের মাঠে “কৃষিবিডি” এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় উক্ত মাঠে আমন ধান কাটারত ৫ জন কৃষক অংশ গ্রহণ করেন। এর মধ্যে তিন জন বিজয়ী হন।
প্রতিযোগিতায় স্থানীয়, নিজেদের লেখাসহ মাঠে কাজ করার সময় গাওয়া বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন প্রতিযোগিরা।
অনুষ্ঠানে কৃষিবিডির পরিচালক জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সচিব কাঞ্চন কুমার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সমাজসেবক কামরুল ইসলাম প্রমুখ।
কৃষক বিনোদনের ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কৃষক ইউনুস আলী, কৃষি শ্রমিক লিংকন আলী দ্বিতীয় এবং কৃষক মিজানুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসাবে বাশের তৈরী মাথাল, ধান কাটার কাস্তে এবং গামছা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Print Date & Time : 5 July 2025 Saturday 9:23 pm