নিজস্ব প্রতিবেদক : “খাঁচার পাখি খাঁচায় পুষি, দেশি পাখি বাঁচবে বেশি” প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় কেজ বার্ড এক্সিবিশন-২০২১ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার দিনব্যাপী শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বরে বাজারিগার সোসাইটি অফ বাংলাদেশ এর আয়োজনে কেজ বার্ড সোসাইটি কুষ্টিয়ার উদ্যোগে উক্ত কেজ বার্ড এক্সিবিশন-২০২১ অনুষ্ঠিত হয়। কেজ বার্ড এক্সিবিশন অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, সুলতান বাবু, ফুয়াদ বিন আবেদিন ও জনাব কে এম আহাম্মেদ মুন্না সহ বি এস বি এর প্রতিনিধি দল। এসময় বক্তারা বলেন, কেজ বার্ড হচ্ছে খাঁচায় পালন করার জন্য উপযুুক্ত পাখি। এগুলো প্রকৃতির বাহিরে এসে খাঁচায় থেকে ডিম ও বাচ্চা করে। আমাদের দেশে যেসব কেজ বার্ড পাওয়া যায়, সেগুলোর সবগুলোই বিদেশী। এই কেজ বার্ড গুলো পালার অনুমতি আছে এবং এটা সারা বিশ্বে স্বীকৃত। আমরা সবাই খাঁচায় পাখি পালন করি, কিন্তু কোন পাখির জন্য আদর্শ খাঁচা ও বিড্রিং বক্স এর মাপ আমরা অনেকেই জানি না। খাঁচায় জন্ম নেওয়া রং বে রঙের পাখিদের নিয়ে এই প্রদর্শনী। মূলত এসব পাখি খাঁচাতে লালন পালন করা হয়। মানুষ ও পাখিরা দুটি প্রাণী দুজনের সাথেই ওতপ্রোত ভাবে জড়িত। মানুষ পাখি ভালবাসে তাই মানুষের শখ পূরণের জন্য এই খাঁচার পাখি পুষে অবসর সময় আনন্দে কাটিয়ে থাকেন। তবে লক্ষ্য রাখতে হবে, কখনোই যেন আমরা বুনো পাখি খাঁচায় বন্দি করে না রাখি। আজকের এই উদ্যোগ এবং প্রদর্শনীতে প্রায় শতাধিক রঙিনপাখি নিয়ে উপস্থিত হয়েছিল একঝাঁক সৌখিন পাখি প্রেমীগণ। এসব পাখি প্রেমীদের মধ্যে থেকে চল্লিশ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সম্মানিত বিচারক হিসাবে আরও উপস্থিত ছিলেন শামসুদ্দিন আহমেদ, মাসুক আহমেদ রনি, রুহিন হোসেন প্রিন্স, এ টি এম জাহিদ, সাকিব হাসান হিমেল ও রায়হান আহমেদ। অনুষ্ঠানে কুষ্টিয়ার ফক্স ম্যান খ্যাত ও মানুষ মানুষের জন্য এর পরিচালক শাহাবউদ্দীন মিলনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিনব্যাপী কেজ বার্ড এক্সিবিশন অনুষ্ঠানটি চমৎকার এক মিলন মেলায় রূপান্তরিত হয়। বিভিন্ন রঙের পাখিদের কিচিড় মিচিড় শব্দে উপস্থিত দর্শকদের মনে অনেক গুন বাড়িয়ে দেয়। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় সংগঠনটিকে সাধুবাদ জানাই প্রদর্শনীতে আশা দর্শকরা। প্রতি বছর কুষ্টিয়ায় এমন প্রদর্শনীর আয়োজন করার আশাবিাদ ব্যক্ত করেন কেজ বার্ড সোসাইটি কুষ্টিয়া সদস্যরা।

Discussion about this post