Print Date & Time : 13 March 2025 Thursday 3:16 pm

কুষ্টিয়ায় জীবনমান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার আয়োজনে ১৪ নং ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুগিয়া সব্জী ফার্ম পাড়া এলাকায় কমিউনিটি শুনানী, ৬ নং সুরমা ক্লাস্টার সিডিসি’র উদ্যোগে এ সভায় প্রায় তিন শতাধিক মহিলার অংশ গ্রহনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে ৬ টি আদিপেশা যেমন: কামার, কুমার, নাপিত, মুচি, বাশঁ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারীদের নিয়ে কাজ করে। এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীর জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বেকারত্ব দূর করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি ও তাদের পণ্য রপ্তানি করা । প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা। অর্থনৈতিক সম্পৃক্তির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের ¯্রােতধারায় সম্পৃক্ত করা। তাদের পেশার টেকসই উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা। এই প্রকল্পের আওতায় দুই ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয় ঃ ১। সফটস্কিলস (উদ্যোক্তা প্রশিক্ষণ) ২। এপ্রেন্টসসীপ প্রশিক্ষণ। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড পর্যায়ের ২০ হাজার মানুষ সরাসরি সম্পৃক্ত রয়েছে। তিনি আরো বলেন, এই প্রকল্প ছাড়াও মেয়র মহোদয়ের নির্দেশে নতুন নতুন প্রকল্প পিছিয়ে পড়া জনগোষ্টির উন্নয়নে নেওয়া হয়েছে যা চলমান রয়েছে। সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া পৌরসভার টাউন ম্যানেজার সেলিম মোড়ল। আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজসহ পৌরসভা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিডিসি’র নেতৃবৃন্দ।